শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন

আজ সারা দেশে দেখা যাবে ‘বঙ্গমাতা’

আজ জাতির পিতা বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের স্ত্রী শেখ ফজিলাতুল নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী। আর এই দিন উপলক্ষে মুক্তি পেয়েছে ‘বঙ্গমাতা’ চলচ্চিত্র।

সোমবার (৭ আগস্ট) বিকেলে ঢাকার শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। স্বাধীনতা যুদ্ধে তার অবদান দেশবাসীর কাছে তুলে ধরতে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ চলচ্চিত্রটি নির্মান করে। এটিই বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবকে নিয়ে প্রথম ছবি।

চলচ্চিত্রটি পরিচালনা করেন গৌতম কৈরী ও অভিনয় করেছেন জ্যেতিকা জ্যোতি। জ্যেতিকা জ্যোতি বলেন, ৮ আগস্ট সংস্কৃতি বিষয়ক মন্ত্রাণলয়ের অধীনে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। বাংলাদেশ জাতীয় জাদুঘর সহ বিভিন্ন স্কুল, কলেজ ও উপজেলা পর্যায়ে প্রদর্শন করা হবে।

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন ফারজানা ছবি, মুনির আহমদে শাকিল, খলিলুর রহমান কাদরী সহ প্রমুখ অভিনেতা অভিনেত্রী।

জেপি/নি-৮/প্লাবন