ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবী নিয়ে বিতর্কিত মন্তব্য করায় প্রায় সাড়ে ৪ মাস আগে লোকসভায় প্রবেশের অধিকার হারিয়েছিল রাহুল গান্ধী। নানা নাটকীয়তার পর সংসদ সদস্য (এমপি) পদ আবার ফিরে পেয়েছেন তিনি। এর ফলে বর্তমান সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট দিতে তার আর কোন বাধা থাকলো না তার।

নরেন্দ্র মোদির পদবী নিয়ে রাহুলের এক বিতর্কিত মন্তব্যের জেরে ২৩ মার্চ সুরাটের একটি আদালতে তাকে দুই বছরের কারাদন্ড দেওয়া হয়। এরপর ২৬ ঘন্টার মধ্যে লোকসভার স্পিকার ওম বিড়লা তার সংসদ সদস্য পদ বাতিল করেন।

সেই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন রাহুল । কিন্তু সেখানেও খারিজ হয় তার আবেদন। এর পর সর্বোচ্চ আদালতের দারস্থ হন তিনি। অবশেষে শুক্রবার (৪ আগস্ট) নিম্ন আদালতের আদেশের উপর স্থগিতাদেশ দেন সুপ্রিম কোর্ট।

আজ সোমবার সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে স্পিকার ওম বিড়লা জানায়, রাহুল গান্ধীর সদস্য পদ ফেরানো হয়েছে। স্পিকার রাহুলের হারানো পদ ফিরিয়ে দেওয়ার পরপরই আনন্দে ফেটে পড়েন কংগ্রেস সদস্যরা। দলীয় কার্যালয়ে মিষ্টিমুখ করানো হয় নেতাকর্মীদের।

জেপি/নি-৭/প্লাবন