‘হস্তক্ষেপের হুমকির’ আশঙ্কায় নাইজারের আকাশ পথ বন্ধ ঘোষণা

নাইজারের সামরিক জান্তা তাদের দেশের আকাশসীমা বন্ধ করার ঘোষণা দিয়েছে।

এএফপি-র এক প্রতিবেদনে বলা হয়, রোববার সামরিক জান্তার এক ঘোষণায় ‘আকাশসীমা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার তাৎক্ষণিক দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে’ বলে সতর্ক করা হয়।

নতুন সামরিক শাসকরা এক বিবৃতিতে বলেন, ‘হস্তক্ষেপের হুমকি’ মোকাবিলায় নাইজারের আকাশসীমা রোববার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল বিমানের ক্ষেত্রে এটি বহাল থাকবে। আর এ হস্তক্ষেপের হুমকি প্রতিবেশী দেশগুলোর প্রস্তুতির মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে।’

গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পশ্চিম আফ্রিকার ব্লক ইকোওয়াসের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পর এমন ঘোষণা আসলো।

এর আগে, গত রোববার নাইজারের নতুন সামরিক শাসকদের এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে বা সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ মোকাবেলার আল্টিমেটাম বেঁধে দেওয়া হয়।

জেপি/নি-৭/এমএইচ