পাকিস্তানের করাচিতে ট্রেন দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৮০ জনেরও বেশি।
রোববার (৬ আগস্ট) দুপুরে করাচি থেকে ২৭৫ কিমি দূরের সাহারা রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। খবর জিও নিউজের।
রেলওয়ে পুলিশ জানায়, করাচি থেকে হাভেলিয়ানগামী হাজারা এক্সপ্রেস সাংঘার জেলায় পৌঁছিয়ে হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়। এসময় ট্রেনটির ১৭ বগির মধ্যে ১০টি বগিই লাইনচ্যুত হয়ে যায়।
এঘটনায় নিহত হয়েছেন অন্তত ২২ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। এছাড়া আহত হয়েছেন আরও ৮০ জন। উদ্ধারকাজে অংশ নিয়েছে শতাধিক পুলিশ সদস্য ও সেনাবাহিনী।
ফেডারেল রেলওয়ে ও বিমান পরিবহনমন্ত্রী খাজা সাদ রফিক বলেছেন, দুর্ঘটনাটি কেউ ইচ্ছাকৃত ভাবে ঘটিয়ে থাকতে পারে। অথবা এটি কোনো যান্ত্রিক ত্রুটিও হতে পারে। এটি আমরা তদন্ত করে দেখবো। তবে ত্রাণ সবাইকে সরবরাহ করা হবে।
জেপি/নি-৬/এমএইচ