বিএনপি নেতা এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (৩১ অক্টোবর) ঢাকার বিশেষ আদালত-৬ এর মঞ্জুরুল ইমামের আদালত মির্জা আব্বাসের জামিন বাতিল করে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের এক মামলায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সালে দুদকের সাবেক সহকারী পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে ২০ কোটি ৭৬ লাখ টাকার সম্পদ অর্জনের মামলাটি করেন।
মামলার পর হাইকোর্ট থেকে জামিন পান মির্জা আব্বাস। তবে সেই জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
জেপি/নি-৩১/এমএইচ