তোশাখানা দুর্নী তি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

শনিবার (৫ আগস্ট) শুনানি শেষে মামলার রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক হুমায়ুন দিলাওয়ার।

রায়ে বিচারক বলেন, ইমরান খান ইচ্ছাকৃত ভাবে নির্বাচন কমিশনকে তোশাখানার উপহার নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন। একই সাথে তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যাওয়াতে  নির্বাচনী ১৭৪ ধারায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হল। এছাড়া তাকে এক কোটি রুপি জরিমানাও করা হয়।

এসময়আদালতে ইমরান খান বা তার আইনজীবী কেউই উপস্থিত ছিলেন না। এর আগে আদালত চত্বরে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে। নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা আদালতের ভেতরে শুধুমাত্র আইনজীবীদেরই প্রবেশ করতে দেওয়া হয়।

মামলার রায় ঘোষণার পর তাৎক্ষণিক ভাবে তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। ইমরান খানের আইনজীবী জানিয়েছেন, এরই মধ্যে লাহোরের বাসভবন থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

জেপি/নি-৫/এমএইচ