ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী এবং সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৩ ভারতীয় সেনা।
শুক্রবার (৪ আগস্ট) দুই পক্ষের গোলাগুলি চলার সময় এই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ এবং ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির দেওয়া তথ্য থেকে জানা যায়, কাশ্মীরের কুলগাম বিভাগের হালান বনাঞ্চলের ভেতর সশস্ত্র গোষ্ঠীর কয়েকজন সদস্যের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। এসময় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা গুলি চালালে ভারথীয় সেনারা পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলির এক পর্যায়ে ভারতীয় সেনাবাহিনীর তিন জওয়ান আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
গোলাগুলি ও তিন সেনার মৃত্যুর ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। একই সাথে সশস্ত্র গোষ্ঠী গুলোর বিরুদ্ধে অভিযান বৃদ্ধি করা হয়েছে।
জেপি/নি-৫/এমএইচ