ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের গুলিতে দুই ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন।

শনিবার (৫ আগস্ট) এএফপির এক প্রতিবেদনে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানানো হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রামাল্লার পূর্বে বুরকা গ্রামে কুসাই জামাল মাতান নামের এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে এক অবৈধ বসতী স্থাপনকারী ইসরাইলি। মৃত্যুকালে ওই তরুণের বয়স ছিল ১৯ বছর।

তবে এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে, ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে অন্য এক ফিলিস্তিনি তরুণ নিহতের কথা জানায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। মাহমুদ আবু সান (১৮) নামের ওই যুবককে তুলকার্মে দখলদার ইসরাইলি বাহিনী গুলি করে হত্যা করে।

তার শরীরে পাঁচটি গুলি বিদ্ধ হয়। ফিলিস্তিনি সংবাদমাধ্যম গুলি জানায়, আবু সানকে একবারে কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়।

জেপি/নি-৫/এমএইচ