তুরস্কে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল মঙ্গলবার ১ আগস্ট সন্ধ্যা ৬টা ৮ মিনিটে দেশটির মধ্য কোনিয়া প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তুর্কি দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) বরাতে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ। এএফএডি বলছে এর কেন্দ্র ছিল সেলচুকলু জেলায়। এর গভীরতা ছিল ৭ দশমিক ২৪ কিলোমিটার। এটি প্রদেশের বিভিন্ন জেলায় অনুভূত হয়েছে।

গতকালের ভূমিকম্পে কেউ হতাহত হয়নি। তবে অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের পর পর মানুষজন আতঙ্কিত হয়ে বাড়িঘর ছেড়ে সড়কে আশ্রয় নেন। এর আগে গত সপ্তাহে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্কের দক্ষিণ আদানা প্রদেশ। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ঘটনায় ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়। তা ছাড়া ১৯৯৯ সালে দেশের উত্তর-পশ্চিমে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ১৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন।  

জেপি/নি-২/এসএম