ইউক্রেনের একটি শস্য সংরক্ষণাগারে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এসময় কৃষ্ণসাগর তীরবর্তী  বন্দরেও হামলা চালায় রাশিয়ার ড্রোন।

বুধবার (২ আগস্ট) ভোরে এই হামলার ঘটনা ঘটে। হামলায় কিছু অবকাঠামোতে আগুন ধরে যায়।

তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।েইউক্রেনের ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামের এক বার্তায় জানান, বুধবার ভোরে ইউক্রেনের উপকূলীয় অঞ্চল ওডেসার বন্দর ও শস্য সংরক্ষণের কয়েকটি অবকাঠামোতে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। এতে হতাহতের খবর পাওয়া না গেলেও বেশ কয়েকটি অবকাঠামোতে আগুন ধরে যায়।

জানা যায়, ড্রোন গুলো কৃষ্ণসাগর থেকে হামলা চালিয়ে দানিয়ুব নদীর পাশ দিয়ে ইজমাইলের দিকে উড়ে যায়। গত জুলাই মাসে ইজমাইল বন্দরের টার্মিনালে হামলা চালিয়েছিল রাশিয়া।

এর আগে শর্ত পূরণ না হওয়ায় কৃষ্ণসাগর শস্যচুক্তি থেকে সরে আসে রাশিয়া। গত ১৭ জুলাই চুক্তির মেয়াদ শেষ হলে তা আর বাড়াতে অস্বীকৃতি জানায় রুশ কর্তৃপক্ষ। এছাড়া কৃষ্ণসাগরে কোনো জাহাজ ঢুকলেই তাতে হামলার ইঙ্গিত দেয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেন দুই দেশই বর্তমান বিশ্বের প্রধান শস্য রপ্তানিকারক দেশ।

জেপি/নি-২/এমএইচ