আসছে অক্টোবরে ভারতে বসবে এবারের বিশ্বকাপ আসর। অসন্ন সেই টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী একটি কমিটি করে দিয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোর নেতৃত্বে ওই কমিটি বৈঠকে বসবে আগামী বৃহস্পতিবার। খবর ক্রিকবাজের।

তবে ওই কমিটি কঠিন কোন সিদ্ধান্ত নিতে পরে এমন কোন ধারণা এখন পর্যন্ত পাওয়া যায়নি। পাকিস্তান জাতীয় দল বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে একটি নিরাপত্তা দল পাঠানোর দাবি করতে পারে। বাবর আজমরা যেসব ভেন্যুতে খেলবে সেখানকার নিরাপত্তার বিষয়ে পরিষ্কার ধারণা পেতে পারে। এ ব্যাপারে আইসিসি ও বিসিসিআই-এর সাথে আলোচানা করবেন তারা।

পিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘পাকিস্তানের বিশ্বকাপে যাওয়ার বিষয়টি উচ্চ পর্যায়ের একটি বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হবে।’ সেই বৈঠকে পাকিস্তানের অনেক মন্ত্রীও উপস্থিত থাকবেন।

জেপি/নি-২/প্লাবন