ক্ষমা পাচ্ছেন, তবে মুক্তি পাচ্ছেন না মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। শুধুমাত্র তার বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগের দণ্ড ক্ষমা করেছে জান্তা সরকার।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানায়, সু চির বিরুদ্ধে ওঠা ১৯টি অভিযোগের মধ্যে পাঁচটিতে ক্ষমা করা হয়েছে। অন্য অভিযোগ গুলোর মোট ২৭ বছরের দণ্ড এখনো বাকি রয়েছে।
বিবিসি জানিয়েছে, যে পাঁচটি অভিযোগের দণ্ড ক্ষমা করা হয়েছে তাতে সু চির ৬ বছরের সাজা কমেছে।
এটি একটি বৃহত্তম সাধারণ ক্ষমার অংশ, যেখানে হাজার হাজার বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মিয়ানমারের জান্তা সরকার।
২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয় সামরিক বাহিনী। এসময় সু চি সহ গণতান্ত্রিক সরকারের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়।
জেপি/নি-১/এমএইচ