মিয়ানমারের নোবেলজয়ী  গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিরে প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির জান্তা সরকার।

মঙ্গলবার (১ আগস্ট) মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ।অদালতের রায়ে সাজাপ্রাপ্ত অং সান সু চিকে ক্ষমা করেছেন রাষ্ট্রীয় প্রশাসন কাউন্সিলের চেয়ারম্যান।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকেই কারাগারে বন্দী ছিলেন সু চি। এসময় সুচির বিরুদ্ধে অন্তত ১৯টি অভিযোগ এনে বিচার শুরু করে দেশটির সামরিক জান্তা সরকার। এতে  সব মিলিয়ে প্রায় ৩৩ বছরের কারাদন্ড দেওয়া হয় সু চি কে। তবে এসময় কোনো গণমাধ্যম কর্মী বা পর্যবেক্ষক উপস্থিত থাকতে পারেননি। যে কারণে এই বিচারকে প্রতারণা বলে অভিহিত করেন অনেক মানবাধিকার সংগঠন।

শুরুর দিকে গৃহবন্দী থাকার পর গত বছর রাজধানীর এক নির্জন কারাগারে স্থানান্তর করা হয় তাকে। তারপর থেকে অনেকদিন তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

এবার অং সান সু চি ছাড়াও সাধারণ ক্ষমা পেয়েছেন আরও সাত হাজারের চেয়েও বেশি বন্দী, যাদের বেশিরভাগই সেনা অভ্যুত্থান বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন।

জেপি/নি-১/এমএইচ