ভারতের মাটিতে বসবে এবারের ওয়ানডে বিশ্বকাপের আসর। ইতিমধ্যেই বিশ্বভ্রমনে বের হয়েছে এর ট্রফিটি। তারই ধারাবাহিকতায় আগামী ৭ আগস্ট বাংলাদেশে আসবে বিশ্বকাপের এই ট্রফি।
মোট তিন দিন দেশে থাকবে ট্রফিটি। বিশ্বকাপ ট্রফি বাংলাদেশের কোথায় কোথায় ঘুরবে সেই সুচিও মোটামুটি ঠিকঠাক, তবে চুড়ান্ত হওয়া এখনো বাকি। বিসিবির এধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমে বলেন, বাংলাদেশে এসে পদ্মাসেতুও ঘুরে যাবে বিশ্বকাপ ট্রফি। তিনি আরও বলেন ,‘আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটি বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপ ট্রফি নিয়ে ফটোসেশন করার রীতি আছে। গতবার যেমন আমরা জাতীয় সংসদ ভবনের সামনে এটা করেছিলাম। এবার পরিকল্পনা আছে পদ্মা সেতুতে ট্রফিটি নিয়ে ফটোসেশন করার।’
তবে সাধারণ মানুষ সেখানে ট্রফিটি দেখার সুযোগ পাবে না। ঢাকার কোন এক বড় শপিংমলে ক্রিকেটপ্রেমীদের জন্য উন্মুক্ত করা হবে ট্রফিটিকে। অন্যদিকে ক্রিকেটাররা শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দেখা পাবে।
জেপি/নি-১/প্লাবন