ভারতে চলন্ত ট্রেনে এক নিরাপত্তাকর্মীর গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে রাজস্থানের জয়পুর থেকে মহারাষ্ট্রের মুম্বাইগামী জয়পুর এক্সপ্রেসে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন সাধারণ নাগরিক, একজন পুলিশ সদস্য। অভিযুক্ত নিরাপত্তাকর্মীর নাম চেতন সিং। তিনি ভারতের রেলওয়ে প্রেটেকশন ফোর্স বা আরপিএফের কনস্টেবল।

ভারতীয় রেল কর্তৃপক্ষ বলছে, সোমবার ভোর প্রায় সাড়ে ৫টার দিকে ট্রেনটি পালঘর স্টেশন দিয়ে যাওয়ার সময় ওই নিরাপত্তাকর্মী  তার বন্দুক দিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন।

অভিযুক্ত চেতন সিং ওই সময় জয়পুর এক্সপ্রেসের বি-ফাইভ কোচে যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। গুলি চালিয়ে চারজনকে হত্যা করার পরপেরই ট্রেন থেকে নেমে তিনি পালানোর চেষ্টা করেন। তবে তার আগেই তাকে গ্রেপ্তার করা হয়। তার ব্যবহৃত অস্ত্রটিও জব্দ করা হয়েছে।

স্থানীয় পুলিশ জানায়, চেতন সিং মানসিক ভাবে অসুস্থ ছিলেন। কিছুদিন ধরেই তিনি ছুটি চাচ্ছিলেন। ঘটনার আগের দিন তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

জেপি/নি-৩১/এমএইচ