আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর শেষে নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্য মানিকগঞ্জ ছাড়লেন জেলা প্রশাসক আব্দুল লতিফ। সোমবার(২৪ জুলাই) দুপুরে তিনি মানিকগঞ্জের বাসভবন ছেড়ে ঢাকার উদ্দেশ্য রওনা হন।

যাওয়ার আগে জেলা প্রশাসকের ফেসবুক পেজে সবার উদ্দেশ্য তিনি একটি পোস্ট করেন। জেপি নিউজজের পাঠকদের জন্য জেলা প্রশাসকের সেই ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো-

প্রিয় মানিকগঞ্জবাসী,

দীর্ঘ দুই বছর এক মাসের অধিককাল(২১ জুন ২০২১-২৪ জুলাই ২০২৩) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্বপালন শেষে আজ ২৪ জুলাই ২০২৩ তারিখ আমার প্রিয় অনুজ সহকর্মী জনাব রেহেনা আকতার, নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট- এর নিকট দায়িত্ব হস্তান্তর করে পরবর্তী কর্মস্থল অর্থনৈতিক সম্পর্ক বিভাগ(ইআরডি), অর্থ মন্ত্রণালয় এ যোগদানের নিমিত্ত মানিকগঞ্জ ত্যাগ করছি। এই দীর্ঘ সময়ে মানিকগঞ্জ জেলার নির্বাচিত সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অধ্যক্ষ/পরিচালক/উপপরিচালকবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের অসাধারণ সকল সাধারণ মানুষের যে সহযোগিতা পেয়েছি তা জীবনের শেষ সময় পর্যন্ত মনে থাকবে।  

ক্লিক ফেসবুক পোষ্ট

মানিকগঞ্জ প্রাকৃতিক ও ভৌগলিক কারণে অনেক গুরুত্বপূর্ণ একটি জেলা। রাজধানীর অতি নিকটে অবস্থিত এই জেলায় অতীতে উন্নয়নের অগ্রযাত্রার গতি মন্থর থাকলেও মাননীয় মন্ত্রী, মাননীয় সংসদ সদস্যবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টা, স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিদের গৃহীত কার্যক্রম এবং সাধারণ মানুষের কঠোর পরিশ্রমের ফলে বর্তমান সরকারের সময়ে সারাদেশের মতো এ জেলাতেও ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। জেলা প্রশাসক হিসাবে জেলার সকল দপ্তরের সাথে সুসমন্বয়ের মাধ্যমে উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আমি ও আমার টিম নিরলস চেষ্টা করে গেছি। ফলশ্রুতিতে মানিকগঞ্জবাসীর যে দোয়া ও ভালোবাসা পেয়েছি তা আমার পরবর্তী চলার পথকে সহজ করবে বলে আমি বিশ্বাস করি। 

জেলার সকল মাননীয় সংসদ সদস্য, বিজ্ঞ জেলা ও দায়রা জজ মানিকগঞ্জ মহোদয়, পুলিশ সুপার, মানিকগঞ্জ; সভাপতি, জেলা আওয়ামীলীগ ও চেয়ারম্যান, জেলা পরিষদ, মানিকগঞ্জ; সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগ ও বিজ্ঞ পিপি মানিকগঞ্জ; সকল সম্মানিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, সকল দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রধান, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, প্রেস ক্লাব ও টেলিভিশন রিপোর্টারস ইউনিটের সম্মানিত সদস্যবৃন্দ এবং জেলার সর্বস্তরের জনগণ যাদের আন্তরিক সহযোগিতা ও সুসমন্বয়ের মাধ্যমে আমার সকল কার্য সম্পাদিত হয়েছে- তাদের প্রতি মানিকগঞ্জ জেলা ত্যাগের প্রাক্কালে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। নিশ্চয়ই মানিকগঞ্জবাসী আমাকে তাদের দোয়া/আশির্বাদে সামিল রাখবেন। 

সবশেষে, মানিকগঞ্জের প্রতিটি মানুষের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকুক মানিকগঞ্জ, ভালো থাকুক প্রিয় মানিকগঞ্জবাসী। 

 

শ্রদ্ধান্তে,

মুহাম্মদ আব্দুল লতিফ

বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট

মানিকগঞ্জ।

 

জেপি/নি-২৪/ডেস্ক