ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার (৩ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে বহন করা বিমানটি ঢাকায় অবতরণ করে।
গতকাল আমস্টারডাম থেকে ১১ টা ৪০ মিনিটে প্লেনে উঠেন মার্টিনেজ। সংক্ষিপ্ত এই সফরে দুপুর ২ টায় মার্টিনেজ ও তার প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন। বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার।
মার্টিনেজ কে ঢাকায় সব রকম আতিথেয়তা দিচ্ছে নেক্সট ভেঞ্চার। ঢাকায় পা রাখার কিছুক্ষণ পর হোটেলে বিশ্রাম নেবেন তিনি। তারপর তিনি নেক্সট ভেঞ্চারের কার্যালয় প্রদর্শন করবেন। এরপর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ সেরে কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন। ১১ ঘণ্টার মতো দেশে থাকবেন মার্টিনেজ। মার্টিনেজ কে কলকাতা ও ঢাকায় এনেছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। তিনিই সাংবাদিকদের এই বিষয়গুলো নিশ্চিত করেন।
উল্লেখ্য, বাংলাদেশ সফরে কোনোরকম সম্মানী নিচ্ছেন না তিনি। শুধুমাত্র বিমান ভাড়া ও হোটেল ভাড়ার খরচ বহন করবে তাকে আনা প্রতিষ্ঠানটি।
জেপি/নি-৩/প্লাবন