৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্রে। প্রথমবারের মতো এত বড় পরিসরে ক্লাব বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের নাম ঘোষণা করেছে ফিফা।
এই নিয়ে পরপর তিন বছর তিনটি ফুটবল আসর আয়োজন করবে যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে কোপা আয়োজন করবে তারা, এরপর ২০২৫ সালে ক্লাব বিশ্বকাপ এবং ২০২৬ সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে তারা।
ক্লাব বিশ্বকাপে ৩২ দলের ভেতর ইউরোপ থেকে ১২টি দক্ষিণ আমেরিকা থেকে ৬টি আফ্রিকা, এশিয়া ও উত্তর-মধ্য আমেরিকা থেকে ৪টি ক্লাব থাকবে। বাকি দুইটির একটি ওশেনিয়া মহাদেশের, আরেকটি স্বাগতিক দেশের। এখানে খেলতে আসা দলগুলোর জন্য বাছাই প্রক্রিয়া কি হবে তা নিয়ে বিস্তারিত এখনো কোন সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, এ পর্যন্ত আয়োজিত হওয়া ক্লাব বিশ্বকাপ সর্বোচ্চ ৫ বার জিতেছে রিয়াল মাদ্রিদ।
জেপি/নি-২৫/এমএইচ