ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ী অধিনায়ক গুন্দোয়ানের নতুন ঠিকানা হতে যাচ্ছে বার্সেলোন। নতুন কিছু চ্যালেঞ্জ নিতেই বার্সেলোনায় ইলকাই গুন্দোয়ান। ফ্রিতেই গুরু পেপ গার্দিওলার সাবেক ক্লাবে যোগ দিচ্ছেন তিনি।
ম্যানচেস্টার সিটি ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন গুন্দোয়ান। ২০১৬ সালে পেপ গার্দিওলা সিটির কোচ হওয়ার পর বরুসিয়া ডর্টমুন্ড থেকে দলে এনেছিলেন তাকে। শুরুর দিকে তেমন ভালো পারফরম্যান্স না করতে পারলেও ধীরে ধীরে দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন তিনি।
সিটির ইতিহাসে প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি প্রিমিয়ার লিগের ৫ শিরোপা, লিগ কাপের ৪ শিরোপাসহ ৭ মৌসুমে মোট ১৪টি ট্রফি জিতেছেন ইলকাই গুন্দোয়ান। সিটির হয়ে ম্যাচ খেলেছেন ৩০০টিরও বেশি, গোল করেছেন মোট ৬০টি।
ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছে, দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে তবে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বিবৃতি আসেনি। তার দেওয়া তথ্য মতে দুই বছরের জন্য বার্সেলোনার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন গুন্দোয়ান।
তবে গুন্দোয়ান বার্সেলোনায় গেলে সার্জিও বুসকেতস চলে যাওয়ায় যে অভিজ্ঞতা ও নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হতে পারে।
জেপি/নি-২২/প্লাবন