বড়দের বিশ্বকাপ দুবার জিতলেও ছোটদের বিশ্বকাপে এই প্রথম শিরোপা জয় করল উরুগুয়ে। রোববার রাতে আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে ইতালিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে।

ফাইনালে মাঠে নেমে দুইদল সমান তালে আক্রমণ শুরু করে। কিন্তু প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দলই। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণ শুরু করে উরুগুয়ে। অবশেষে তারা সফল হয় ম্যাচের প্রায় শেষ সময়ে গিয়ে। ৮৬ মিনিটে উরুগুয়ের হয়ে হেড দিয়ে জয়সূচক গোলটি  করেন লুসিয়ানো রদ্রিগেজ। তার এই গোলে প্রথমবারের মতো যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় লুইস সুয়ারেজের উত্তরসূরীরা। 

পুরো ম্যাচটি মাঠে বসে উপভোগ করেন ফিফা বস জিয়ান্নি ইনফ্যান্তিনো। ম্যাচ শেষে তিনি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।

জেপি/নি-১৩/প্লাবন