৫০ ওভারের বিশ্বকাপ সবচেয়ে বেশি পাঁচবার জিতেছে অসিরা। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে দু’বার। দুই বছর আগে আরব আমিরাতে টি২০ বিশ্বকাপ শিরোপা জিতে তারা। বাকি ছিল কেবল টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেটাও ছুঁয়ে দেখা হয়ে গেলো তাদের। ক্রিকেট অস্ট্রেলিয়ার হেড কোয়ার্টার্সের শোকেসে এখন আইসিসি সব ট্রফিই শোভা পাবে।
অন্যদিকে পরপর দুইবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠেও। নিজেদের মেলে ধরতে পারেনি রোহিত-কোহলিরা। লাঞ্চ বিরতির আগেই অসিদের কাছে অসহায় আত্মসমর্পণ করেন তারা।
ভারতকে ২৮০ রান তুলতে হতো জেতার জন্য। অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল সাত উইকেট। তবে শেষ দিনে দেড় সেশনেই বাজিমাত করল অস্ট্রেলিয়া। ২০৯ রানে জিতল কামিন্সের দল।তাই খালি হাতেই দেশে ফিরবেন রোহিত শর্মা অ্যান্ড কোং।
ভারত সর্বশেষ আইসিসি ট্রফি জিতেছিল ২০১৩ সালে। এর পর একাধিক আইসিসি প্রতিযোগিতার নকআউট পর্বে উঠলেও ট্রফি জেতা হয়নি আর। ওদিকে আইসিসির সবগুলো ট্রফি জিতে অ্যাশেজের জন্য স্বাগতিক ইংল্যান্ডকে অগ্রিম বার্তা দিয়ে রাখল অস্ট্রেলিয়া।
জেপি/নি-১২/প্লাবন