লিটার প্রতি ১০ টাকা কমানো হয়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। প্রতি লিটার সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৮৯ টাকা। আগে যার দাম ছিল ১৯৯ টাকা। ওদিকে খোলা তেলের দাম কমিয়ে লিটার প্রতি করা হয়েছে ১৬৭ টাকা।

রোববার (১১ জুন) এ কথা জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

বাণিজ্য সচিব বলেন, আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল থাকলে চিনির দামও কমতে পারে। ঈদুল আজহার আগে সয়াবিন ও পাম তেলের দাম আরও কমানোর কথাও জানিয়েছেন তিনি।

এর আগে গত ৪ মে সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়। খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় ১৭৬ টাকা। এছাড়া পাম তেলের দাম নির্ধারণ করা হয় ১৩৫ টাকা।

জেপি/নি-১১/এমএইচ