স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের ঘিওরে চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।সোমবার সন্ধ্যায় ঘিওর উপজেলা খাদ্য গুদামের সামনে আনুষ্ঠানিকভাবে বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ হামিদুর রহমান । এসময় উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিনুর ইসলামসহ উপজেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানাযায়, এবছর বোরো ধান ও চাল সংগ্রহ/২০২৩ মৌসুমে ঘিওর খাদ্য গুদামের অনুকুলে ৪০৫ মেঃটন ধান এবং ১৮ মেঃটন চালের বরাদ্দ রয়েছে। প্রতি কেজি ধানের মূল্য ৩০ টাকা এবং প্রতি কেজি চালের মূল্য ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কর্তৃক সরবরাহকৃত তালিকায় অন্তর্ভুক্ত কৃষি উপকরণ সহায়তা কার্ডধারী প্রকৃত কৃষকের নিকট হতে ধান এবং লাইসেন্সধারী চুক্তিকৃত রাইস মিল হতে চাল সংগ্রহ করা হবে। একজন কৃষকের নিকট হতে সর্বনিম্ন ১২০ কেজি ও সর্বোচ্চ ৩ মেঃটন ধান সংগ্রহ করা হবে। ধান ও চাল সংগ্রহের সময়সীমা ৩১ আগস্ট ২০২৩ পর্যন্ত নির্ধারিত রয়েছে।
জেপি/নি-৬/শরিফুল