কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছরই কিছু অসাধু ব্যাবসায়ী পেঁয়াজের বাজার অস্থিতিশীল করে তোলেন। সিন্ডিকেট করে নিজেদের ইচ্ছামতো বাড়িয়ে দেয় দাম। প্রতিবছরের মতো এবারো তার ব্যাতিক্রম হয়নি । কোরবানীর ঈদের প্রায় একমাস আগেই রাজধানীর বিভিন্ন বাজারে ভালো মানের পেঁয়াজ বিক্রয় হচ্ছে প্রায় ১০০ টাকা কেজি দরে।

রবিবার (৪ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পেঁয়াজ (দেশি কিং) বিক্রি হচ্ছে ৯০ টাকায়। এছাড়া দেশি (পাবনা) বিক্রি হচ্ছে ৯৫ টাকা কেজি। যেখানে রমজান মাসে প্রতিকেজি পেয়াজ পাওয়া যেতো ৩৫ টাকা দরে তা এখন বেড়ে দ্বিগুনেরও বেশি।

ক্রেতারা বলছেন, দুইদিন আগেও তারা ৮০ টাকা কেজিদরে পেঁয়াজ কিনেছেন, আজ ৯৫ টাকা চাইছেন বিক্রেতারা। দুইদিনের ব্যবধানে কীভাবে পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা বেড়ে যায় এই প্রশ্নের উত্তর পাচ্ছেন না ক্রেতারা।

তবে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ব্যবসায়িরা বলছেন, ভারত থেকে আমদানি না হওয়ায় পেঁয়াজের দাম বাড়ছে। আসন্ন কোরবানির ঈদের সামনে যদি পেয়াজ আমদানি না হয় তাহলে বাজার পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার চলতি বছরের ১৫ মার্চ থেকে পেঁয়াজের আইপি (ইমপোর্ট পারমিট) বন্ধ করে দেয়। এর পর থেকেই পেয়াজের দাম বাড়তে শুরু করে।

জেপি/নি-৪/এএইচ/এমএইচ