মেসিকে নিয়ে নিয়মিতই কতশত গুঞ্জন চাউর হয়। তবে, আর্জেন্টাইন তারকা এসবের থোরাই কেয়ার না করে খেলে চলেছেন আপন মহিমায়। শনিবার দিবাগত রাত ১টায় স্ট্রাসবার্গের বিপক্ষে ১-১ গোলে সমতা করে আরেকটি লিগ ওয়ান শিরোপা ঘরে তুলেছে পিএসজি। অবশ্য দলের হয়ে একটি গোল করেন মেসি নিজেই। 

আর এই গোল করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের হিসাবে সর্বোচ্চ গোলের রেকর্ড করেন মেসি। পর্তুগিজ মহাতারকা রোনালদো ৪৯৫ গোল করেছিলেন ৬২৬ ম‍্যাচে। এদিকে আর্জেন্টাইন জাদুকর তাকে ছাড়িয়ে গেলেন কেবল ৫৭৭ ম‍্যাচেই।

গতকাল দিবাগত রাতে লিগের ৩৭তম ম্যাচ খেলতে নামে পিএসজি। প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দলই। দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া প্যারিসিয়ানরা স্ট্রাসবার্গ  প্রতিরোধ ভাঙার জন্য একের পর এক আক্রমণ চালায়। কিন্তু তেমন সুযোগ তৈরি করতে পারছিল না পিএসজি। অবশেষে সেই আক্ষেপ পূরণ করেন মেসি। ৫৯ মিনিটে গোল করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই তারকা। এরপর সমতায় ফিরতে চেষ্টা করে স্ট্রাসবার্গ। ম্যাচের ৭৯ মিনিটে কেভিন গামেইরো গোল করে স্ট্রাসবার্গকে সমতায় ফেরান। এই ম্যাচের পর ৩৭ ম‍্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি এবং চার পয়েন্ট ব্যবধানে দুইয়ে অবস্থান লেন্সের।

জেপি /নি-২৮/পাঃ