পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ফের গ্রেফতারেরশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, পুলিশ আমার বাড়ি ঘিরে রেখেছে।

 বুধবার (১৭ মে) সন্ধ্যার পর এক টুইট বার্তায় তিনি এই দাবি করেন। গত সোমবার ইমরান খান দাবি করেন, তাকে ১০ বছর জেলে রাখতে চায় সেনাসমর্থিত সরকার। শুধু তা-ই নয়, তার মানহানির জন্য স্ত্রী বুশরা বিবিকেও কারাগারে পাঠাতে চায় ক্ষমতাসীনরা। আর এসব পরিকল্পনা লন্ডন থেকে এসেছে বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী।

বর্তমানে তিনি লাহরের জামান পার্কের বাড়িতে অবস্থান করছেন। যদিও মাত্র কয়েকদিন আগে ইমরান জামিনে মুক্তি পেয়েছেন। তাছাড়া এদিনও তার জামিনের মেয়াদ বাড়িয়েছে ইসলামাবাদ ইইকোর্ট।

পিটিআই প্রধান লিখেন, পরবর্তী গ্রেফতারের আগে এটাই হয়তো আমার শেষ টুইট। কারণ পুলিশ আমার বাড়ি ঘিরে রেখেছে। খবর জিও নিউজের।

যদিও এর আগে সব মামলায় তার জামিনের মেয়াদ ৩১ মে পর্যন্ত বৃদ্ধি করে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। আদালত জানিয়ে দিয়েছে, ইমরানের বিরুদ্ধে যেসব মামলা দায়ের করা হয়েছে, তার একটিতেও এই সময়ের আগে গ্রেফতার করা যাবে না পিটিআই প্রধানকে।

জেপি নিউজ ২৪ ডটককম/জেপি নিউজ