জেপি নিউজ ২৪ ডটকম:

৭ম জাতিসংঘ বৈশ্বিক নিরাপদ সড়ক সপ্তাহ-২০২৩ এর প্রতিপাদ্যে সংহতি প্রকাশের মাধ্যমে নিরাপদ সড়ক ও শিশুদের জন্য গণপরিবহনে আসন নিশ্চিতের দাবি জানিয়েছে ঢাকা আহছানিয়া মিশন। আজ বুধবার (১৭ মে) রাজধানীর মিরপুর মাজার রোড এলাকায় এক মানবন্ধনে এই দাবি জানানো হয়। এছাড়াও মানবন্ধনে আরও কিছু দাবি জানায় ঢাকা আহছানিয়া মিশন।

সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য- সড়কে মোটরযানের সর্বোচ্চ গতি নির্ধারণ, মানসম্মত হেলমেট নিশ্চিত করা এবং পরিবহনে শিশুদের উপযোগী আসন ব্যবস্থা নিশ্চিত করা। পাশাপাশি সড়ক পথচারীবান্ধব করার দাবি জানানো হয়। 

সড়কে যেসব দুর্ঘটনা ঘটে তার অধিকাংশই গতির কারেণ ঘটে থাকে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ৫ থেকে ১৯ বছর বয়সের শিশু ও তরুণদের মৃত্যুর প্রধান কারণ সড়ক দুর্ঘটনা।

জেপি  নিউজ ২৪ ডটকম/ডেস্ক