বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে অভিযুক্ত পি.কে হালদার কারাগারে সেলের ভিতর হামলার শিকার হয়েছেন।

মঙ্গলবার (১৬ মে) তার আইনজীবী বিশ্বজিৎ মান্না কলকাতার নগর দায়রা আদালতে এই মর্মে পিটিশন দায়ের করেন।

১৬ মে, মঙ্গলবার পি.কে হালদার সহ মোট ৬ অভিযুক্তকে আদালতের স্পেশাল সিবিআই কোর্ট-৩ বিচারক শুভেন্দু সাহার এজলাসে হাজির করা হয়।

আলিপুরে প্রেসিডেন্সি কারাগারের বন্দী থাকা অবস্থায় প্রথমবার গত ১৮ এপ্রিল পিকে হালদার নিজের সেলের ভিতর হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে। এখনও তিনি এই কারাগারেই বন্দী থাকলেও সেই হামলার পর তাকে কারাগারের অন্য একটি সেলে স্থানান্তরিত করা হয়েছিল।

এর পরে গত ২২ এপ্রিল আবারও তিনি হামলার শিকার হন। সেলের বাইরে পত্রিকা পড়ার সময় হঠাৎ তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়। 

দুটি ঘটনাতেই তিনি আহত হলেও আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। 

তবে কারাগারের ভিতর পিকে হালদারের ওপর হামলার কোন কারণ এখনও জানা যায়নি। এব্যাপারে তার আইনজীবী বিশ্বজিৎ মান্না জানান, "কারাগার কর্তৃপক্ষ তদন্ত করছে, তারাই হামলার মোটিভ সম্পর্কে বলতে পারবে।" অভিযুক্তদের কাছ থেকে নতুন কোন তথ্য পাওয়া যায়নি বলেও জানান মান্না। 

জানা যায়, হামলাকারী অভিযুক্ত ব্যক্তির নাম হাফিজুল মোল্লা। গত বছরের জুলাই মাসে হাফিজুলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কালীঘাটের বাড়িতে আত্মগোপন করে থাকার অভিযোগ উঠে। রাতভর মমতার বাড়িতে লুকিয়ে থাকার পর নিরাপত্তার রক্ষীরা তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, ২০২২ সালের ১৪ মে পি.কে হালদারকে গ্রেফতার করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। তখন থেকে তিনি ভারতের কারাগারেই বন্দী আছেন।

জেপি নিউজ২৪ ডটকম/ডেস্ক