ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাগুলো ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৬ মে) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তারিখ জানানো হয়।
গত ১৪ মে’র পরীক্ষা গুলো অনুষ্ঠিত হবে আগামী ২৭ মে শনিবার। সেদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কুমিল্লা, যাশোর, চট্টগ্রাম ও বরিশাল বোর্ডের পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আর ১৫ মে’র পরীক্ষা গুলো অনুষ্ঠিত হবে আগামী ২৮ মে রবিবার। সেদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যাশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিশিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া এবং চারু ও কারুকলার পরীক্ষা নেওয়া হবে।
ঘূর্ণিঝড় মোখা উপকূলে আঘাত হানার পূর্বাভাস থাকায় শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে পাঁচ বোর্ডের রবি ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়। পরে রবিবার জানানো হয়, সোমবার কোনো বোর্ডেই এসএসসি পরীক্ষা হবে না।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হলেও মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাগুলোর নতুন তারিখ মঙ্গলবার দুপুর পর্যন্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।
জেপি নিউজ২৪ ডটকম/ডেস্ক