গাজীপুরের কালিয়াকৈরে একই দড়িতে ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় রিয়াদ হোসেন(২৩) ও জসিম (২৩) নামের দুই বন্ধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ মে) ভোরের দিকে উপজেলার দক্ষিণ মৌচাক (আইস মার্কেট) এলাকার জেনিস জুতা কারখানার মালিকানাধীন বাগানের ভেতর থেকে থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

 নিহত দুই বন্ধু  জামালপুরের ইসলামপুর উপজেলার  পাঁচবাড়ীয়া (বেহারীপাড়া) গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিয়াদ এবং একই উপজেলার কয়েরদিরচর গ্রামের হেলাল শেখের ছেলে জসিম (২৩)

কালিয়াকৈরের মৌচাক ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম সাংবাদিকদের জানান, রিয়াদ ও আদিল পরিবারের সঙ্গে দক্ষিণ মৌচাক (আইস মার্কেট) এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। দুই বন্ধুই স্থানীয় সিলভিয়া অ্যাপারেলস লিমিটেড নামে পোশাক কারখানায় চাকরি করতেন।

নিহতদের পরিবারের সদস্য এবং স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, রিয়াদ ও আদিল সব সময় একই সাথে চলাফেরা এবং চাকরি করতেন। সোমবার  পোশাক কারখানা ছুটি শেষে বিকাল ৫টার দিকে বাসায় ফেরেন রিয়াদ। পরে ডাক্তার দেখানোর কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। মঙ্গলবার সকালে স্থানীয়রা একই দড়িতে ঝুলন্ত অবস্থায় দুই বন্ধুর লাশ দেখে পুলিশে খবর দেন। লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত রহস্য নিশ্চিত হওয়া যাবে। 

ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।