ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টারসিটির বিপক্ষে জয় পেয়েছে লিভারপুল। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের আগামী আসরে খেলার আশা বেঁচে রইলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের।
সোমবার দিবাগত রাত ১ টায় অনিুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই ম্যাচে জ্বলে উঠেন দলের অন্যতম সেরা ফুটবলার মোহাম্মদ সালাহ। এই ম্যাচে ৩-০ গোলে জয় পায় সালাহরা।
ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে অসহায় আত্মসমর্পণ করে লেস্টার। দারুণ এই জয়ে লিভারপুলও নিউক্যাসল ও ম্যানচেস্টার ইউনাইটেডের ঘাড়ে নিশ্বাস ফেলতে শুরু করেছে। ম্যাচের ৩৩তম মিনিটে প্রথম গোলের দেখা পায় লিভারপুল। সালাহর অ্যাসিস্ট থেকে অলরেডদের লিড এনে দেন কার্টিস জোনস। লিভারপুলকে দ্বিতীয় গোলটি উপহার দেয় কার্টিস। ৩৬ মিনিটে সালার এক অসাধারণ অ্যাসিস্ট্যান্ট দ্বিতীয় গোল করেন তিনি। ২-০ নিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে কোন দলই তেমন গোলের সুযোগ তৈরি করতে পারেনি। অবশেষে ম্যাচের তৃতীয় গোলটি আসে আলেকজান্ডার আরনোল্ডের পা থেকে। খেলার ৭১ তম মিনিটে দল আরও একধাপ এগিয়ে নিয়ে যান তিনি।
অবশেষে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। এই জয় নিয়ে এক ম্যাচ বেশি খেলে লিভারপুলের পয়েন্ট ৬৫। নিউক্যাসল ও ইউনাইটেডের পয়েন্ট ৬৬। দুই দলই ৩৫টি করে ম্যাচ খেলেছে।
জেপি নিউজ ২৪ ডটকম |