লা লিগার শিরোপা ধরে রাখার আশা শেষ হয়েছে আরও আগেই। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে সিটিজেনদের মাঠে কঠিন পরীক্ষা রিয়ালের। রিয়ালের কোচ কার্লো অ্যানচেলত্তি এখন লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগকেই বেশি গুরুত্ব নিয়ে দেখছে। তাই একাদশ থেকে ৮টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল রিয়াল। একটু বেগ পেলেও শেষমেষ ১-০ তে জয় পায় স্প্যানিশ জায়ান্টরা।

তিনদিন পর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগ ম্যানচেস্টার সিটির মাঠে। তাই করিম বেনজেমা, রদ্রিগো, দানি কারভাহালদের বিশ্রাম দিয়ে রিয়ালের শুরুর একাদশে জায়গা মেলে এডেন হ্যাজার্ডের। স্কোয়াডে থাকলেও শুরুর একাদশে ছিলেন না ভিনিসিয়াস জুনিয়র, লুকা মডরিচ, টনি ক্রুস ও আন্টোনিও রুডিগার।
ম্যাচের দীর্ঘ সময় জুড়েই তারা গোলের সুযোগ সৃষ্টি করতে ভুগেছে। এক পর্যায়ে স্বাগতিকরা আবারও পয়েন্ট হারিয়ে বার্সাকে অগ্রিম লা লিগা শিরোপা উদযাপনের উপলক্ষ এনে দেবে বলে মনে হচ্ছিল। রিয়ালের অপেক্ষা শেষ হয় ৭০ মিনিটে অ্যাসেন্সিওর দূরপাল্লার শট এক ডিফেন্ডারের গায়ে লেগে বল জালে জড়ায়। শেষমেষ ১-০ তে জয় নিশ্চিত করে ভিনিসিয়াস জুনিয়ররা।
৩৪ ম‍্যাচে ২২ জয় ও ৫ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে রিয়াল। ৩৩ ম‍্যাচে ৮২ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে বার্সেলোনা।

জেপি নিউজ ২৪ ডটকম/ডেস্ক