ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দেশের ৫টি বোর্ডের আগামী রবিবার অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

আজ শুক্রবার (১২ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

 

এই ৫টি শিক্ষা বোর্ড হলো, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তবে অন্যান্য বোর্ড গুলোতে ওই দিনের পরীক্ষা স্বাভাবিক ভাবেই অনুষ্ঠিত হবে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষাবোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রবিবার অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো স্থগিত করা হলো।

 

বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে পরীক্ষা গুলো স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

আগামী রবিবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি প্রথম পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পদার্থ বিজ্ঞান-২ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জেপি নিউজ২৪ ডটকম/ডেস্ক