পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জামিন পেয়েছেন। জামিন মঞ্জুর করেছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়।
বৃহস্পতিবার (১১ মে) ইমরান খানের গ্রেপ্তারকে ‘বেআইনি’ বলে আখ্যায়িত করেন ইসলামাবাদ হাইকোর্ট।
ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি ইমরান খানের মামলার শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় শুক্রবার দুপুরে ইমরান খানকে আদালতে হাজির করা হয়।
এর আগে ইমরান খানকে আদালতে হাজির করা হয়। সাবেক এই প্রধানমন্ত্রীকে আদালতে হাজির করা উপলক্ষে ইসলামাবাদ হাইকোর্টে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ ও অন্যান্য বাহিনী। আদালতের মূল ফটকে কাঁটাতার ফেলে নিরাপত্তা বুহ্য তৈরি করা হয়। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয পুরো এলাকাকে।
পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী এবং পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। তার গ্রেপ্তারের সাথে সাথে তার সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন। সারা দেশে ছড়িয়ে পড়ে সহিংসতা। এসব সহিংসতায় হতাহতের ঘটনাও ঘটেচে একাধিক।
জেপি নিউজ ২৪ ডটকম/ডেস্ক