ঘূর্ণিঝড় ‘মোখা’

পরিস্থিতি বুঝে এসএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত

ঘূর্ণিঝড় ‘মোখা’র পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আন্তঃশিক্ষা বোর্ড। এখনো পর্যন্ত চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো বা স্থগিতের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এব্যাপারে পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি বলেন, অনেক অভিভাবক-শিক্ষার্থীরা জানতে চেয়েছেন ঘূর্ণিঝড়ের কারণে চলমান এসএসসি পরীক্ষা স্থগিত করা হতে পারে কি না। এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

তিনি আরো বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এব্যাপারে পরবর্তীতে পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পরীক্ষা স্থগিত হলে শুধু কি উপকূলীয় অঞ্চলে পরীক্ষা স্থগিত হবে নাকি সারাদেশে পরীক্ষা স্থগিত হবে সেব্যাপারেও পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।এর আগে, এধরণের প্রাকৃতিক দূর্যোগে পাবলিক পরীক্ষা কেন্দ্রীয়ভাবে স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে নতুন সময়সূচিতে স্থগিত পরীক্ষা নেওয়া হয়েছে। এবারও সেধরণের কোন সিদ্ধান্ত নেওয়া হবে কিনা সেটাই এখন দেখার বিষয়।