চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের কাছে ২-০ গোলে পরাজিত হল এসি মিলান। গতকাল বুধবার দিবাগত রাত একটায় ৭৬ হাজার আসনের সান সিরো স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলা শুরুর পর থেকেই এসি মিলান কে চেপে ধরে ইন্টার মিলান। প্রথমার্ধেই দুটি গোল করে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায় তারা। কথায় আছে দুই মিলান মুখোমুখি হলে নাকি ইতালি থেমে যায়। তাই যেন বাস্তবে রূপ নিলো এবারের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে। ২০ বছর পর মুখোমুখি হল দুই প্রতিবেশী। 
শুরুতেই এসি মিলানকে চাপে ফেলে ইন্টার। খেলার অষ্টম মিনিটে সতীর্থের কর্নারে বক্সের বাইরে বাঁ পায়ের চমৎকার ভলিতে প্রথম গোলটি করেন বসনিয়ান স্ট্রাইকার এডেন জেকোতিন। তিন মিনিট পরেই ব্যবধান ২-০ করেন আমেরিকান ফুটবলার হেনরিক মেখিতেরিয়ান। তিনি গতির সঙ্গে বল মিলানের বক্সের মুখে টেনে নিয়ে জোরের ওপর শট নেন। দল এগিয়ে যায় ২-০ তে। তার গোলে মিলানের দর্শকদের উচ্ছ্বাস একপ্রকার বন্ধ হয়ে যায়।

চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ম্যাচে প্রথম ১১ মিনিটের মধ্যে দুই গোলের লিড নেওয়া চতুর্থ দল ইন্টার। ২-০ গোলে থেকে প্রথমার্ধ শেষ করে ইন্টার মিলান। দ্বিতীয়ার্ধের শুরুটা অবশ্য ভালো করে মিলান। ৫০তম মিনিটে ২০ গজ দূর থেকে ব্রাহিম দিয়াসের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।

তিন মিনিট পর আরেকটি ভালো সুযোগ পায় তারা, তবে শট লক্ষ্যে রাখতে পারেননি জুনিয়র মেসিয়াস। খানিক পর ব্যবধান বাড়ানোর বড় সুযোগ আসে ইন্টারের সামনে। দ্বিতীয়ার্ধে ভালো খেললেও গোলের সুযোগ তৈরী করতে পারেনি এসি মিলান। শেষ পর্যন্ত ২-০ তে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে সিমোনে ইনজাগির দল।
আগামী ১৭ মে রাত ১টায় ইন্টার মিলানের হোমগ্রাউন্ড হিসেবে সান সিরোতে সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলতে নামবে এসি মিলান।