কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে ১৯ বস্তা টাকায় এবার মিলেছে ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা। এছাড়াও স্বর্ণালংকার ও বিদেশি টাকা পাওয়া গেছে ।
শনিবার (৬ মে) সকাল থেকে শুরু করে টানা ১২ ঘন্টা গণনা শেষে রাত ৯ টায় টাকার এ হিসাব জানিয়েছে কর্তৃপক্ষ ।
সকাল ৮টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক কাজী মহুয়া মমতাজের তত্ত্বাবধায়নে দানবাক্সগুলো খোলা হয়।
পরে দ্বিতীয় তলার মেঝেতে ঢেলে শুরু হয় গণনা। দিনভর গণনা শেষে পাওয়া গেছে এ টাকা।
টাকা গণনা কাজে ২০০ জনের প্রায় ১৩ ঘণ্টা সময় লেগেছে বলে জানিয়েছেন দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ। এবারের টাকার পরিমাণ আগের রেকর্ড অতিক্রম করেছে বলেও জানিয়েছেন তিনি।
টাকা গণনা কালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, কিশোরগঞ্জের পৌর মেয়র ও মসজিদ পরিচালনা কমিটির সম্পাদক মো. পারভেজ মিয়া গণনার কাজ পরিদর্শন করেন। এছাড়াও মসজিদ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দেরাও উপস্থিত ছিলেন ।
এ টাকা গুলো মসজিদের উন্নয়ন কাজের পাশাপাশি জেলায় অন্যান্য মসজিদের উন্নয়ন কাজেও ব্যয় করা হবে বলে জানা গেছে ।
জেপি নিউজ২৪ ডটকম/ ডেস্ক