জেপি নিউজ ২৪ ডটকম: 

এক মাসে টানা তিনটি হ্যাটট্রিক করে ক্যারিয়ারের দুর্দান্ত সময় পার করছেন বেনজেমা। জিরোনার কাছে ৪-২ গোলে হেরে ভক্তদের তোপের মুখে পড়েছিল রিয়াল মাদ্রিদ। সেই হারের ধাক্কা সামলে শনিবার আলমেরিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।

শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অবিস্মরনীয় জয় পায় রিয়াল মাদ্রিদ। এম্যাচে হ্যাটট্রিক করেই রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন বেনজেমা। ক্যারিয়ারের প্রথমবার প্রথমার্ধে ৩ গোল করে লা লিগা ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ফরাসী এই ফরোয়ার্ড। পেছনে ফেলেছেন তার পূর্বসূরি হুগো সানচেজকে। রিয়ালের সাবেক ফরোয়ার্ড সানচেজ লা লিগায় করেছেন ২৩৪ গোল। বেনজেমার গোল এখন ২৩৬টি।

ম্যাচের শুরু থেকেই ছিল রিয়ালের দাপট। ভিনিসিউস-বেনজেমা জুটিতে ম্যাচের চতুর্থ মিনিটে এগিয়ে যেতে পারতো রিয়াল। তবে ম্যাচের ৫ মিনিটের মধ্যে দলকে এগিয়ে নিয়ে যায় বেনজেমা। ১৭তম ও ৪২তম মিনিটে সফরকারীদের জাল কাঁপিয়ে হ্যাটট্রিক পূরণ করেন বেনজেমা। এর পর সমতায় ফিরতে চেষ্টা করে আলমেরিয়া। ৪৫ মিনিটে তারা প্রথম গোল পায়। ৪৭ মিনিটে দানি সেবায়োসের পাস পেয়ে জোরাল শটে গোল করেন রদ্রিগো। তবে ৬১তম মিনিটে ফের গোল হজম করে বসে লস ব্লাঙ্কোসরা। টনি ক্রুস নিজেদের ডি-বক্সে দুর্বল পাস দেন অ্যান্টোনিও রুডিগারের উদ্দেশ্যে। সেই বল দখলে নিয়ে আলমেরিয়ার ফ্রান্সিসকো পোর্তিয়ো ক্রস করেন কাছের পোস্টে। হেড করে তা কাজে লাগান লুকাস রবার্তোনে।

ম্যাচ শেষে ৪-২ বিশাল জয় পায় রিয়াল। এই জয়ে ৩২ ম্যাচে ২১ জয় ও ৫ ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে তারা।

জেপি নিউজ/ডেস্ক/খেলাধূলা-৩০