জেপি নিউজ ২৪ ডটকম:

অবশেষে টানা তিন ম্যাচের গোল ক্ষরার পর অবশেষে গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরে শুরুর দিকটা খুব একটা ভালো হয় নি তাঁর।

সৌদি প্রো লিগের শিরোপা লড়াইয়ে পিছিয়েছে তাঁর দল, বিদায় নিয়েছে কিংস কাপ থেকেও। মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়কে পাত্তা না দেওয়া, জর্জিনার সঙ্গে সম্পর্কের অবনতি আর ক্লাব প্রেসিডেন্টের একটি ভুয়া মন্তব্য ঘিরে নানামুখী নেতিবাচক সমালোচনার মধ্যেই দিন যাচ্ছিল এই পর্তুগিজ মহাতারকার।

এমন পরিস্থিতিতে শুক্রবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে মাঠে নামেন রোনালদোরা। প্রতিপক্ষ আল-রায়েদের বিপক্ষে এ ম্যাচে জয় তাদের বিষাদে হয়তো খানিকটা প্রলেপ দেবে। ম্যাচের চতুর্থ মিনিটে রোনালদো গোল এনে দেওয়ার পর দলও খেলেছে ছন্দময় ফুটবল। শেষ পর্যন্ত আল নাসর ম্যাচটি জিতেছে ৪-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে আল-নাসরের লিড ব্যবধান দ্বিগুণ করেন আবদুলরাহমান গারিব। বিপক্ষ দলের খেলোয়াড়রা আর তেমন কোনো সুযোগ তৈরী করতে পারিনি। এর পর ৯০ মিনিট দলকে আরো একধাপ এগিয়ে নিয়ে যায় মোহাম্মেদ মারান। শেষ ভাগে অতিরিক্ত সময়ে আল নাসরকে চতুর্থ গোলটি পাইয়ে দেয় আল সুলাইহিম।

এর আগে ম্যাচগুলো হারার পর ক্ষুব্ধ হয়ে কারো সাথে হাত না মিলিয়ে এবং আল ওয়েহদা ম্যাচ শেষে ডেভিড বিগুয়েল নামের এক খেলোয়াড় জার্সি বদল করতে চাইলেও তাঁকে পাত্তা না দিয়ে আলোচিত হয়েছেন রোনালদো।

কিন্তু কাল গোল পাওয়ার পর রোনালদোকে দেখা যায় এক ভিন্ন মেজাজে। গ্যালারিতে থাকা দর্শকদের সমর্থনের জন্য হাততালি দিয়ে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

আগামী ৩ মে টেবিলের শীর্ষে থাকা আল-ইত্তিহাদ এবং ৮ মে আল খালিজের বিপক্ষের ম্যাচটিতে মুখোমুখি হবে রোনালদোর আল-নাসর। 

জেপি নিউজ ২৪ ডটকম