জেপি নিউজ ২৪ ডটকম:

রমজানের তৃতীয় অংশে সারাদেশে শুরু হয় তাপপ্রবাহ। দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে যায়। তপ্ত দিন গুলোতে সারাদিন রোজা রেখে ইফতারিতে তরমুজ রাখতে চান অনেকেই। এই পরিস্থিতিতে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে যায় তরমুজের দাম। তবে ঈদের পরে এসে দাম কমলো তরমুজের।

বুধবার (২৬ এপ্রিল) সকালে সরেজমিনে রাজধানী সহ দেশের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই উঠে এসেছে।

বাজার ঘুরে দেখা যায়, বড় আকৃতির প্রতি পিস তরমুজ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫৫০ টাকার মধ্যে। ছোট আকৃতির তরমুজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়। অন্যদিকে কেজিপ্রতি দাম পড়ছে ৩০ থেকে ৪০ টাকা।

অথচ রমজানের দ্বিতীয় ভাগে ৩০-৪০ টাকা কেজি দরের তরমুজের দাম বেড়ে হয়ে যায় ৭০ থেকে ৮০ টাকা। আর ছোট আকারের ১৫০ টাকার তরমুজ হয়ে যায় ৩০০ টাকা। বড় আকারের তরমুজ কোথাও কোথাও হাজার টাকায়ও বিক্রি হয়।

তবে ঈদে মানুষ যখনই ঢাকা ছাড়তে শুরু করেন, বলতে গেলে তখন থেকেই কমতে শুরু করে তরমুজের দাম। চাহিদা কমায় ঈদের পর তরমুজের দাম নেমে এসেছে প্রায় অর্ধেকে। দাম কমেছে বড় তরমুজেরও।

ক্রেতারা বলছেন, এখন যেসব তরমুজ ১৮০ থেকে ২০০ এর মধ্যে পাওয়#া যাচ্ছে এধরণের তরমুজ রমজানের শেষের দিকে ছিল ৩৫০ থেকে ৪০০ টাকা। গরম যকন বাড়লো তখনই হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হয় তরমুজের দাম। ব্যবসায়ীরা সিন্ডিকেট করেই এভাবে দাম বাড়িয়ে দেয় বলে মনে করে তারা।

বিক্রেতারা বলছেন, তরমুজের সরবরাহ এখন আগের মতোই রয়েছে। তবে রাজধানীবাসীর অনেকেই ঈদ শেষে গ্রাম থেকে এখনো ঢাকায় ফেরেননি। এ কারণে বাজারে কিছুটা ক্রেতা সংকট রয়েছে। যার কারণেই দাম কিছুটা কম।

জেপি নিউজ ২৪ ডটকম/শ