অক্টোবর মাসে দেশের মুদ্রাস্ফীতি বেড়ে ১০.৮৭ শতাংশ হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সংস্থা যদি তথ্য অনুযায়ী খাদ্য পণ্য বিশেষ করে চাল ও সবজির দাম বাড়ায় মুদ্রাস্ফীতি বেড়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এর আগে আগস্টের দেশের সর্বাধিক মুদ্রাস্ফীতি ছিল ১০.৪৯ শতাংশ। অর্থাৎ সেপ্টেম্বরে কমার পর অক্টোবরে আবার বেড়ে গেছে। আর কত জুলাই এ দেশের জাতীয় পর্যায়ে সাধারণ মুদ্রাস্ফীতি ছিল ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। ওই মাসে পয়েন্ট ২ পয়েন্ট ভিত্তিতে মুদ্রাস্ফীতি হয়েছিল ১১.৬৬ শতাংশ হারে।

জেপি/নি-৭/প