জেপি নিউজ ২৪ ডটকম: 

দুর্দান্ত ফর্মে আছে ম্যানচেস্টার সিটি। ইউসিএলের সেমিফাইনালে ওঠার কাজ আগেই সেরে রেখেছিল তারা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আজ বায়ার্নের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করল সিটিজেনরা। 

বুধবার দিবাগত রাতে আসরের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আলিয়াঞ্জ অ্যারেনায় ১-১ গোলে ড্র করেছে বায়ার্ন ও ম্যানচেস্টার সিটি। ফলে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানের অগ্রগামিতায় সেমির টিকিট পেয়েছে সিটিজেনরা। প্রথম লেগে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বাভারিয়ানদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা।

খেলার প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল স্বাগতিক বায়ার্ন। ১৭তম মিনিটে জার্মান ফরোয়ার্ড লেরয় সানের কোণাকুণি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ২১ মিনিটে তার আরেকটি ফ্রি-কিক ঠেকান ম্যান সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন। অবশ্য প্রথমার্ধের ৩৭ তম মিনিটে একটি পেনাল্টির সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে ব্যর্থ হন  হালান্ড।

দ্বিতীয়ার্ধে এসে ৫৭ মিনিটে গোলের দেখা পান এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। সমতায় ফিরতে মরিয়া বায়ার্নের একটি গোল বাতিল হয় ৭৫তম মিনিটে। মাথিস তেল লক্ষ্যভেদ করলেও এর আগে অফসাইডে ছিলেন কোমান। তিন মিনিট পর অদ্ভুতুড়ে কায়দায় আত্মঘাতী গোল হজম করতে যাচ্ছিল সিটি। তবে বল গোললাইন অতিক্রম করা ঠেকিয়ে তাদের ত্রাতা বনে যান পর্তুগিজ ডিফেন্ডার রবেন দিয়াস।

তবে ৮৩তম মিনিটে ঠিকই সমতায় ফেরে স্বাগতিকরা। বক্সে গোললাইনে মানের নেওয়া শট আকাঞ্জির হাতে লাগে। পরে রেফারি ভিএআর দেখে পেনাল্টির ঘোষণা দেয়। সফল স্পট কিকে দলকে সমতায় ফেরাতে ভুল করেননি কিমিচ। কিন্তু দলকে সেমিফাইনালে তুলতে ব্যর্থ তারা।

আগামী ১০ মে রিয়ালের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি।

জেপি নিউজ ২৪ ডটকম/