জেপিনিউজ২৪ডটকম: 

প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও চেলসির বিপক্ষে আধিপত্য বজায় রেখে খেললো রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে টিকে থাকতে সব চেষ্টা করেছে চেলসি। কিন্তু শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিততে পারেনি তারা। শেষ পর্যন্ত রদ্রিগোর জোড়া গোলে ভর করে সেমিতে পৌঁছালো রিয়াল।

বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় স্টামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ২-০তে পিছিয়ে থাকা চেলসি দ্বিতীয় লেগে ঘুরে দাড়াতে চেষ্টা করে। খেলার প্রথমার্ধে দাপটের সাথে খেলেছে চেলসি। তবে হাফটাইমের পর সেই দাপট আর থাকেনি। রদ্রিগোর জোড়া আঘাতে এগিয়ে যায় লস ব্লাংকোসরা। দ্বিতীয় লেগেও কার্লো আনচেলেত্তির দল জিতল ২-০ ব্যবধানে।

প্রথমার্ধ গোল শূন্য থাকার পরে দ্বিতীয়ার্ধেই নিজেদের খুঁজে পায় রিয়াল মাদ্রিদ। মাঠে নেমেই আক্রমণ করতে থাকে তারা। ম্যাচের ৫৮তম মিনিটে গোলও পেয়ে যায় রিয়াল। ভিনিসিয়াসের পাস থেকে গোল করেন রদ্রিগো।এরপর ৮০ মিনিটে গোল করে দুই লেগে মিলিয়ে দলের বড় জয় নিশ্চিত করেন রদ্রিগো। তার ওই গোলের সবটা অবদান ফেদে ভালভার্দের। তিনি বল টেনে বক্সে ঢুকে ফাঁকায় দাঁড়ানো রদ্রিগোকে বাড়ান। ব্রাজিলিয়ান তরুণ কেবল জালে জড়িয়ে দেন বল।

দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের অগ্রগামিতায় ফের চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল নিশ্চিত করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গ্রাহাম পটারকে বিদায় করার পর টানা চার ম্যাচে হারল চেলসি। তিন দশকের মধ্যে প্রথম এই অভিজ্ঞতা হলো তাদের; এর আগে সবশেষ টানা চার ম্যাচে হেরেছিল ১৯৯৩ সালে।

আজ রাতে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন। এদের মধ্যে বিজয়ী দল সেমিফাইনালে রিয়ালের মুখোমুখি হবে। প্রথম লেগে ম্যানসিটি ঘরের মাঠে ৩-০ গোলে জিতে আছে। বায়ার্নের মাঠে কেবল গোল না খাওয়ার চ্যালেঞ্জ পেপ গার্দিওয়ালার দলের। তবে সেমিতে যেতে হলে গোল না খেয়ে টুখেলের বায়ার্নকে করতে হবে ৪ গোল।

 

জেপিনিউজ/শ