জেপি নিউজ২৪ ডটকম:
আফ্রিকার দেশ মরক্কো যে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল তার পেছনে বড় ভূমিকা ছিল আশরাফ হাকিমির। তবে কিছুদিন আগে এই পিএসজি তারকার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনে ২৪ বছর বয়সী এক নারী। আর এই ঘটনায় হাকিমিকে তালাক দিতে চায় তার স্ত্রী হিবা আবুক।
তালাকের আবেদন করার পর আশরাফ হাকিমির স্ত্রী হিবা আবুকের তরফ থেকে সম্পত্তি ভাগাভাগির দাবি ওঠে। আইন অনুযায়ী, স্ত্রীকে তালাক দেয়ার পর নিজের সম্পদের অর্ধেক দিয়ে দিতে হবে হাকিমিকে। তবে এ বিষয়টি সামনে আসার পরই জানা গেলো পিলে চমকানোর মত এক তথ্য।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, হিবা আবুক তালাক চেয়ে হাকিমির সম্পদের অর্ধেক দাবি করেছেন। তবে এই দাবি সামনে এনে নতুন এক তথ্য জানতে পেরেছেন হাকিমির স্ত্রী। নতুন এই তথ্য জেনে রীতিমতো হতভম্ব হিবা আবুক।
জানা যায়, হাকিমির যে সম্পদ রয়েছে, ৮০ ভাগই তার মায়ের নামে। আশরাফ হাকিমির মোট সম্পদের পরিমাণ ২৪ মিলিয়ন ডলারের। তিনি আফ্রিকান ফুটবলারদের মধ্যে ৬ষ্ঠ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। তার ক্লাব পিএসজি থেকে ১ মিলিয়ন ডলার পেয়ে থাকেন এই তারকা ফুটবলার। তবে তার ২০ শতাংশ পেয়ে থাকেন হাকিমি। হাকিমির সঙ্গে বিচ্ছেদের পর হিবা ৮.৫ মিলিয়ন ডলার পর্যন্ত পেতে পারতেন। হাকিমির প্রায় সব সম্পত্তি তার মায়ের নামে থাকায় পুরো ব্যাপারটিই মোড় নিয়েছে অন্যদিকে।
২৪ বছর বয়সী হাকিমি তার স্ত্রী হিবা আবুকের চেয়ে ১২ বছরের ছোট। হিবা আবুকের মোট সম্পদের পরিমাণ ২ মিলিয়ন ডলারের। যা হাকিমির চেয়ে অনেক কম। নারী নির্যাতনের ওই অভিযোগে বলা হয়েছে, প্যারিসে নিজের বাসায় সেই তরুণীকে ধর্ষণ করেন হাকিমি। সেসময় তার স্ত্রী ও সন্তান ছুটি কাটাতে দুবাইতে অবস্থান করছিল। এই সুযোগে নিজের বাড়িতে ওই নারীকে আমন্ত্রণ জানান হাকিমি। সেখান থেকেই মূলত ঘটনার সূত্রপাত।
যৌন নিপীড়নের অভিযোগে মাসখানেক আগে সেই নারীর মামলার মুখোমুখি হন হাকিমি। সেই মামলার এখনো কোনো রায় আসেনি। তবে বিচারের আগেই স্বামীকে ডিভোর্স দিয়ে ভুক্তভোগীর পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেন হাকিমির স্ত্রী হিবা আবুক।
এদিকে হিবার সম্পদ দাবি করার ঘটনা স্পেন, ফ্রান্স ও মরক্কোয় বেশ আলোড়ন তুলছে। অনেকের মতে, হিবার নিজের ভরণপোষণের জন্য হাকিমির অর্থসম্পদের ওপর নির্ভর করার প্রয়োজন নেই। এই ঘটনায় নিজের দেশ ও ক্লাবের পূর্ণ সমর্থন পাচ্ছেন হাকিমি।
জেপিনিউজ২৪ডটকম/শ