জেপি নিউজ ২৪ ডটকম:
মানিকগঞ্জ সদরে সত্তোর্ধো বৃদ্ধাকে প্রতিবেশি এক যুবক বটি দিয়ে গলা কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ধরালো বটি দিয়ে বৃদ্ধার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা হয়। এঘটনায় অভিযুক্ত শুকুর আলী(৩০) কে গ্রেফাতর করেছে পুলিশ। থানায় মামলা হয়েছে।
শনিবার(১৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বেংরুই গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।হত্যা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আঃ রউফ সরকার।
নিহত রাবেয়া বেগম(৭০) ওই গ্রামের মৃত সিরাজ মাস্টারের স্ত্রী। বটি দিয়ে দেহ থেকে মাথা বিছিন্ন করার পর নিহতের বাড়ির পাশের বাঁশ ঝাড়ের পাশে ডোবায় ফেলে দেয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত রাবেয়ার প্রতিবেশি অভিযুক্ত শুকুর আলী।তার বাবার নাম আলা উদ্দিন। পুর্বশত্রুতার জের ধরে রাবেয়ার পেছন থেকে ধারালো বটি দিয়ে একাধিক কোপ দিয়ে গলা থেকে মাথা বিছিন্ন করে ফেলে।এরপর শুকুর আলী পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো বটি ও রক্তমাখা জামা কাপড় উদ্ধার করে।
পরে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত শুকুর আলীকে গ্রেফতার করা হয়।
জেপি/নি-১৫/ডেস্ক
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আঃ রউফ সরকার জানান, খোঁজ নিয়ে জানাগেছে শুকুর আলী একজন মাদকসেবী। হত্যাকান্ডের কারন জানতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে।
এঘটনায় নিহতের ছেলে মামুন বাদি হয়ে অভিযুক্ত শুকুর আলী ও তার বাবা আলা উদ্দিনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেছেন।