জেপি নিউজ ২৪ ডটকমঃ

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসিকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ইংলিশ ক্লাবটির বিরুদ্ধে ২-০ তে জয় পায় বেনজেমারা।

মৌসুম জুড়ে ব্যর্থতার বৃত্তে বন্দি চেলসি এ ম্যাচেও পারল না নিজেদের মেলে ধরতে। চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে রিয়ালের বিপক্ষে খুব বড় প্রত্যাশা নিয়েও হয়তো মাঠে নামেনি তারা। কার্লো আঞ্চেলত্তির দলের বিপক্ষে জেতা ছিল তাদের জন্য কঠিন পরীক্ষা আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ চেলসি। কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের মতে, রিয়াল মাদ্রিদের কাছে এই হার ‘বাস্তবতা’। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগ মানেই যেন অন্য এক রিয়াল। আর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সবসময়ই ভয়ংকর।

খেলার ২১ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজেমা। ইংলিশ ক্লাবের বিপক্ষে এ নিয়ে ২০ গোল করলেন তিনি। জবাবে পরের মিনিটেই আক্রমণে গেলেও সফল হয়নি চেলসি। ম্যাচের বাকি সময় জুড়ে তেমন কোনো আহামরি সুযোগও তৈরি করতে পারেনি তারা। বরং একের পর এক আক্রমণের রাস্তা করে দিয়েছে রিয়ালকে। এরপর দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। রিয়াল গোলের অনেক গুলো সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি রিয়াল। সগেুলো কাজে লাগাতে পারলে ব্যাবধান আরো বেশি হতে পারতো।

রিয়াল আর চেলসির মধ্যকার দ্বিতীয় ম্যাচটি হবে ১৯ এপ্রিল রাত একটায়, স্টামফোর্ড ব্রিজে।

জেপি/নি-১৩/ডেস্ক