জেপি নিউজ ২৪ ডটকম:

গোল যেন আর্লিং হল্যান্ডের পিছু ছাড়ছেই না। ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান এই ফরোয়ার্ড মাঠে নামলেই যেন গোল তার জন্য অনিবার্য হয়ে গেছে। তবে তার একক কর্তৃত্ব ছাড়াও দুর্দান্ত পারফর্ম করে চলেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। বায়ার্ন মিউনিখকে ৩-০তে হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের পথে এগিয়ে গেল তারা।

মঙ্গলবার (১১ এপ্রিল) দিনগত রাতে ইতিহাদ স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের ম্যাচটিতে ৩-০ গোলে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। দলের পক্ষে রদ্রি, বের্নার্দো সিলভা এবং আর্লিং হলান্ড একটি করে গোল করেন।  

কোচ পেপ গার্দিওয়ালার মতো টেকনিশিয়ানের বিপক্ষে অনভিজ্ঞ হুলিয়ান নাগেলসম্যানে আস্থা পায়নি জার্মান ক্লাব বায়ার্ন। তার জায়গায় ডাক পড়ে থমাস টুখেলের। তবে বায়ার্নের সাথে নতুন কোচ টুখেলের পূর্বের রেকর্ড ভালো হলেও পেপ গার্দিওয়ালার বিপক্ষে এবার পেরে উঠলেন না তিনি। ৩-০ গোলে হেরে মাঠ ছাড়তে হল জার্মান জায়ান্ট বায়ার্নকে।ম্যাচের ২৭তম মিনিটে রদ্রির দুর্দান্ত গোলে এগিয়ে যায় ম্যানসিটি। বের্নার্দো সিলভার পাস থেকে বল ধরে দূর থেকে বাঁ পায়ের জোরাল শটে জালে বল পাঠান স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার। ১-০তে শেষ হয় প্রথমার্ধ। 

দ্বিতীয়ার্ধে ফিরে শুরুতেই ঘুরে দাঁড়াতে মরিয়া চেষ্টা চালায় বায়ার্ন। সেই সময়ে বেশ কিছু সুযোগও তৈরি করে, তবে কাজে লাগাতে পারেনি। ম্যাচের ৭০ মিনিটে ডি বক্সের বাইরে ডিফেন্ডার দায়দ উপেমেকানো বলে নিজের নিয়ন্ত্রণ হারালে হলান্ডের বাড়ানো বলে নিখুঁত হেডে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ মিডফিল্ডার সিলভা।

এর ৬ মিনিট পরেই ম্যাচের ৭৬তম মিনিটে সতীর্থের বাড়ানো ক্রস থেকে বক্সে বল পেয়ে অনায়াসে গোল আদায় করে নেন হলান্ড। এরই সাথে ৩-০তে জয় পায় ম্যানসিটি। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি হবে আগামি ২০ এপ্রিল, এলিয়াঞ্জ এরিনাতে।

জেপি নিউজ ২৪ ডটকম/শ