জেপি নিউজ২৪ডটকম:
লালিগার ২৮ তম রাউন্ডে ক্যাম্প ন্যু-তে জিরোনার বিপক্ষে ড্র করলো বার্সেলোনা। শুরু থেকে প্রতিপক্ষকে চাপে রাখলেও তাদের সব চেষ্টা ব্যার্থ করে দেন জিরোনার গোলরক্ষক পাওলো গাজ্জানিগা। তার একের পর এক দাপুটে সেভে ঘরের মাঠে পয়েন্ট খোয়াতে হলো কাতালানদের।
গত শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হারে বার্সেলোনার সামনে সুযোগ ছিল ১৫ পয়েন্টে এগিয়ে যাওয়ার। সেই সুযোগ হেলায় হারিয়েছে তারা । কোপা দেল রে-র সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে প্রতিযোগিতাটি থেকে বিদায় নেয় বার্সেলোনা। কালও তারা কোন গোল করতে না পারায় ম্যাচটি গোল শুন্য ড্র হয়। হতাশ করলেন রাফিনহা, আরাউহো, গাভিরা।
ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল বার্সার সামনে। বক্সের ভিতরে আনসু ফাতির পাস থেকে লেওয়ানডস্কির ডান পায়ের শট ক্রসবার ঘেঁষে ওপর দিয়ে বেরিয়ে যায়। গাভির ক্রস থেকে প্রথম সুযোগ মিসের পর, দ্বিতীয় বার তিনি বল গোলবারের ওপর দিয়ে শূন্যে ভাসিয়ে দেন। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সা। তারা নবম মিনিটেও এগিয়ে যেতে পারত। গোল হয়ে গেলে অবশ্য ‘কৃতিত্ব’টা পেতেন জিরোনার খেলোয়াড়েরা। জিরোনা গোলরক্ষক পাওলো গাজ্জানিগা ও ডিফেন্ডার সান্তিয়াগো বুয়েনোর ভুল বোঝাবুঝিতে গোল প্রায় হয়েই যাচ্ছিল। গোলরক্ষকের অবস্থান না বুঝেই বুয়েনো ব্যাক পাস দিয়েছিলেন। গোল যখন প্রায় হয় হয়, সে সময়েই অনেকটা দৌড়ে এসে কোনোরকমে বলটাকে বাইরে পাঠান গাজ্জানিগা। জিরোনার সঙ্গে ড্র-য়ে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ২৮ ম্যাচে ৭২। সমান ম্যাচে কার্লো আনচেলত্তির রিয়ালের পয়েন্ট ৫৯।
জেপি নিউজ ২৪ ডটকম/খেলাধূলা