জেপি নিউজ ডেস্ক:

মানিকগঞ্জের ভাড়ারিয়ায় চাঞ্ছল্যকর ও প্রকাশ্য দিবালোকে খাবাশপুর লাবন্যপ্রভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমানকে কুপিয়ে হত্যা চেষ্টার দায়ে অভিযুক্ত প্রধান হত্যা চেষ্টাকারী ও কিশোর গ্যাং লিডার মোঃ রাজু আহম্মেদ রাজু (১৮)’কে ঢাকা মহানগরীর বাড্ডা থানা এলাকা হইতে গ্রেফতার করেছে র‌্যাব-।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি টিম আজ ভোর ০৪.০০ ঘটিকায় ঢাকা মহানগরীর বাড্ডা থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাজুকে আটক করা হয়। র্যাব- ৪ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে আসামী রাজু গতকাল রবিবার বেলা আনুমানিক ১০:৩০ ঘটিকার সময় মানিকগঞ্জ সদর থানাধীন বালিরটেক বাজার এলাকার অজ্ঞাত একটি কর্মকারের দোকান থেকে একটি দেশীয় অস্ত্র ধারালো দা সংগ্রহ করে এবং প্রধান শিক্ষক ভিকটিম মোঃ মিজানুর রহমান এর গতিবিধি লক্ষ্য করতে থাকে।

ভিকটিম মুহাম্মদ মিজানুর রহমান মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া সাকিনস্থ নিজ বাসা হতে সকাল অনুমান ১০.২০ ঘটিকার সময় স্কুলের কাজে ব্যবহারের জন্য ব্যাংক এ্যাকাউন্ট খোলার উদ্দেশ্যে বালিরটেক সোনালী ব্যাংক শাখা, মানিকগঞ্জ এর উদ্দেশ্যে রওয়ানা হয়ে ইং ০৯/০৪/২০২৩ তারিখ সকাল অনুমান ১১.২০ ঘটিকার সময় বালিরটেক বাজারস্থ বিশ্বাস স্টুডিওতে উপস্থিত হয়ে কম্পিউটারের কাজ যান।

পরে সোনালী ব্যাংকে উদ্দেশ্য রওয়ানা হলে দক্ষিণ দিকে পাকা রাস্তার উপর ভিকটিম প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানকে একা পেয়ে তার পেছনে থেকে আসামী রাজু তার সঙ্গে থাকা দেশীয় অস্ত্র ধারালো দা দিয়ে কোপ দিলে ভিকটিম প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের মাথায় কোপ দেয়। এসময় ওই শিক্ষক মাটিয়ে লুটিয়ে পরে। তখন আসামী মোঃ রাজু ভিকটিম প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান এর মৃত্যু নিশ্চিত ভেবে দৌড়ে পালিয়ে লেবুবাড়ী থেকে অটোরিক্সা যোগে বেতিলা স্ট্যান্ডে এসে বাসে উঠে ঢাকায় পালিয়ে যায়।

পরবর্তীতে আসাপাশের লোকজন এসে ভিকটিম মুহাম্মদ মিজানুর রহমানকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ সদর হাসপাতাল, মানিকগঞ্জে নিয়ে গিয়ে ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে অবস্থার উন্নতি না হওয়ায় ভিকটিমকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস ও হাসপাতাল, শের-ই- বাংলা নগর, ঢাকা রেফার্ড করেন। বর্তমানে ভিকটিম উক্ত হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  

রাজু খাবাশপুর লাবন্যপ্রভা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেনীতে অধ্যয়নরত ছিল। অধ্যয়নরত অবস্থায় রাজু আহম্মেদ রাজু বখাটে ও উৎশৃংখল স্বভাবের ছিল। আসামী রাজু বিভিন্ন সময়ে স্কুলের মেয়ে শিক্ষার্থীদের উত্যক্ত ও অন্যান্য শিক্ষার্থীদের হুমকি-ধামকি প্রদানসহ বিভিন্ন অনৈতিক কার্মকান্ডে লিপ্ত ছিল। এ কারনে গতবছর তাকে স্কুল থেকে টিসি দিয়ে ছিলো প্রধান শিক্ষক।