জেপি নিউজ ডেস্ক:
পরিশোধিত খোলা ও প্যাকেটজাত চিনির দাম কমাল সরকার । প্রতি কেজিতে কমেছে ৩ টাকা । এরই পরিপ্রেক্ষিতে চিনির দাম কমিয়ে এবার পরিশোধিত খোলা চিনি কেজি প্রতি ১০৪ টাকা ও পরিশোধিত প্যাকেটজাত চিনি ১০৯ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয় । পবিত্র রমজান মাস জুরে চিনির বাজারে অস্থিরতা কমাতে মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের বাজারদরের এর তালিকায় দেখা গেছে বাজারে চিনির দাম বিক্রি হচ্ছে ১১২ থেকে ১১৫ টাকা । এর আগে চলতি বছরের ২৬ জানুয়ারি প্যাকেটজাত পরিশোধিত চিনির দাম কেজিতে ১১২ টাকা এবং খোলা চিনির দাম ১০৭ টাকা নির্ধারণ করা হয় সেই হিসেবে খোলা চিনির মূল্য নির্ধারণ করা হয়েছে কেজিতে ১০৪ টাকা প্যাকেটজাত চিনির দাম নির্ধারণ করা হয়েছে কেজিতে ১০৯ টাকা। নতুন এই দর আগামীকাল ৮ এপ্রিল শনিবার থেকে কার্যকর হবে ।
জেপিনিউজ২৪ ডটকম/শ